নিউজ ডেক্স: লোকসভা নির্বাচনে তৃণমূলের মূল হাতিয়ার রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি। সরকারের সমস্ত সুযোগ সুবিধা সকল মানুষের কাছে পৌছে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। অন্ততপক্ষে নির্বাচনের আগে যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে কেউ বঞ্চিত না হয়, বিশেষ করে গরীব মানুষেরা, তার ওপর জোর দিচ্ছে পূর্ব বর্ধমান তৃণমূল নেতৃত্ব। এদিন সাধারণ সম্পাদক কাঞ্চন কাজীর নেতৃত্বে ২৬ নাম্বার ওয়ার্ডে গোদা মহল্লার মহিলাদের নিয়ে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সমস্ত প্রকল্প নিয়ে আলোচনা করা হয় ও প্রকল্পের সুযোগ সুবিধা গুলি যারা পাননি তাদেরকে কি ভাবে তার আওতায় আনা যায় তার আলোচোনা হয়। এছাড়া লোকসভার ভোটের প্রস্তুতি নিয়েও আলোচনা হলো এদিন।