আমিরুল ইসলাম, আউসগ্রাম: “স্কিল কম্পিটিশন ও ক্যেরিয়ার এক্সপো,২০১৯।”অনুষ্ঠিত হলো আউশগ্রামে। রাজ্যস্তরের আই, টি, আই, কলেজগুলিকে নিয়ে এই এক্সপো হলো।
পূর্ব বর্ধমানের আউসগ্রামের গোবিন্দপুর শেফালী সমাজসেবা সমিতি ও কয়েকটি সহযোগী সংস্থার উদ্যোগে গোবিন্দপুরের একটি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে এই স্কিল কম্পিটিশন ও ক্যারিয়ার এক্সপো অনুষ্ঠিত হলো এখানে ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন মডেলের প্রদর্শনী হয়। তার উপর প্রতিযোগিতার ব্যবস্থা ছিল।
আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী শ্রী পুর্ণেন্দু বসু । আরো উপস্থিত ছিলেন পঃবঃ সরকারের স্টেট ল’কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি শ্রী প্রনব কুমার চট্টপাধ্যায়, বিশ্বভারতী, শান্তিনিকেতনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ এস.এস. দেবনাথ, সংস্থার প্রেসিডেন্ট মলয় পীট, সম্পাদক শ্রী সুভাষ ঘোষ ও সংস্থার সদস্য সফিউল আলম মন্ডল। প্রায় ৫০০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়।
কারিগরি শিক্ষার মন্ত্রী পূর্ণেন্দু বসু জানান, আজ এই ধরনের অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের চলার পথকে আরও সুদূরপ্রসারি করবে।