বিগত বছরের মতো এ বছরও থিম ভাবনায়় চমক রেখেছে পূর্ব বর্ধমানের মেমারি সারদাপল্লী অরবিন্দ পল্লী পূজা কমিটি।
এবারে এই পুজো ৩২ বছরে পদার্পণ করল। এবছরের থিম ‘মুক্তবাতাস’। উদ্যোক্তারা মূলত এই ভাবনার মাধ্যমে তুলে ধরতে চাইছেন – জল কিনছি, তবে অক্সিজেন কিনব না। শিল্পী নয়ন মেট্যা এই থিম তৈরি করছেন তার অপূর্ব শিল্পকলার মাধ্যমে। এক দিকে তুলে ধরা হবে পরিবেশকে ধংস্ব করা হচ্ছে, পরিবেশে তার প্রভাব এবং ক্ষতিকর দিক। অন্য দিকে এর থেকে বাঁচার সঠিক রাস্তাও তুলে ধরা হয়েছে শিল্পের মাধ্যমে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন , পরিবেশের ভারসাম্য রক্ষা করা, বিশুদ্ধ পরিবেশের বার্তা মানুষের কাছে তুলে ধরতেই এ বছরে তাদের এই ভাবনা।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন 8900538911
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com