পূর্ব বর্ধমান: গুলি করে খুন করা হল প্রোমোটারকে। মৃতের নাম রথীন বিশ্বাস (২৯)। কাটোয়া ৩ নং ওয়ার্ডে কলেজ পাড়ার বাসিন্দা। ভর সন্ধ্যায় এই খুনের ঘটনায় চাঞ্চল্য কাটোয়ায়।
মৃতের বাবা রনজিৎ বিশ্বাস জানিয়েছেন, সন্ধ্যা সাতটা নাগাদ একটি ফোন আসে, ফোনে কথা বলতে বলতে স্কুটার চেপে বেরিয়ে যায়। সে জানায়, একজনের কাছে টাকা পাবে সে নিয়েই ফোনে কথা হচ্ছে।
এরপর বাড়ি থেকে প্রায় 200 মিটারের মধ্যেই বিজ্ঞান পরিষদের সামনে রাত সাড়ে আটটা নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান গুলি করে খুন করেছে দূষ্কৃতিরা।
মৃতের বাবা জানিয়েছে, সে তৃণমূল কংগ্রেস করতো। কার্তিক পুজোর সময় স্থানীয় একজনের সাথে তার ঝামেলা হয়েছিল বলে তিনি জানান।
নিহত রথীনের নামে থানায় একাধিক অভিযোগের মামলা রয়েছে বলে জানা গেছে। আগে কয়েকবার গ্রেপ্তারও হয়েছিল। বছর দুয়েক আগে একবার খুন করার চেষ্টা করা হয়। গুলি লেগেছিল পায়ে। তবে এবারে আর লক্ষ্যভ্রষ্ট হয়নি।
মৃতদেহ স্থানীয় লোকেরা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে। তার মুখ থেঁতলানো অবস্থায় ছিল। ব্যক্তিগত আক্রোশের জেরে খুন বলে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।