নিজস্ব সংবাদদাতা, কাটোয়া: আবার কাটমানির পোষ্টার। কাটমানির পোষ্টার এবার পূর্ব বর্ধমানের কাটোয়ায়।
জয় বাংলা, জয় হিন্দ নাম দিয়ে পোস্টার । কাটোয়ার শাঁখারী পট্টি এলাকায় এই পোষ্টার আজ সকালে দেখা যায়। সেখানে উল্লেখ রয়েছে , বেশ কয়েকটি ওয়ার্ডে পুকুর ভরাট করে কাটমানি নিয়ে ওয়ার্ডের ছেলেরা অন্যায় কাজ করছে। বেশ কয়েকটি ওয়ার্ডের পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ রয়েছে। পোস্টারে লেখা রয়েছে কেউ পুকুর বুঝিয়ে বাগান করছে, কেউবা টোটো রাখার জায়গা করছে। অথচ কাটোয়া পৌরসভার চেয়ারম্যান এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
পোস্টারে আরও লেখা আছে, জামাই পাড়ার বাসিন্দা সাবু শেখ এই বেআইনি ভাবি পুকুর ভরাট করছে । তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। এই পোষ্টার কে বা কারা লাগিয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
যদিও কাটোয়া পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘আমরা জানিনা কে পোস্টার মেরেছে। কোনো রাজনৈতিক বিরোধী দল এই কাজ করতে পারে।’
আপডেট খবর জানতে Highlights Bengal ফেসবুক পেজ লাইক করুন।