হাইলাইটস বেঙ্গল ডেস্ক : করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে অনেকেই। এগিয়ে আসছে অনেক সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান, ক্লাব। যে যার নিজের সাধ্যমত অর্থ সাহায্য করছে।
পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুর গ্রাম পঞ্চয়েতের মেরুয়া গ্রামের মেরুয়া ইউনাইটেড ক্লাব আর্থিক সাহায্যে এগিয়ে এলো। মেমারী ১নং ব্লক উন্নয়ন আধিকারিক এর হাতে দশ হাজার টাকার চেক তুলে দিল মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। সম্পাদক অভিষেক মাঝি,সভাপতি পৃথ্বীশ দে এবং ক্লাবের কিছু সদস্য এদিন উপস্থিত ছিলেন।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।
যেকোনো খবর ও বিজ্ঞাপনের জন্য ফোন করুন -7908002248