হাইলাইটস বেঙ্গল নিউজ ডেস্ক: সামাজিক কাজে এগিয়ে এলো হুগলীর ভদ্রেশ্বর খুরিগাছি নতুন পাড়া এবং কিশোর সংঘ সরস্বতী পুজো কমিটি। করোনা পরিস্থিতিতে গরীব অসহায় পরিবারের পাশেে দাঁড়াচ্ছে অনেকই। এবার সেই কাজে হাত বাড়ালো এই দুই সংস্থা। তাদের সামর্থ মতো এলাকার কিছু গরিব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলো। চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সোয়াবিন, মুড়ি, ডিম, সাবান ইত্যাদি প্যাকেটে ভরে এই পরিবারগুলির হাতে তুলে দেওয়া হয়। প্রধান উদ্যোক্তা ছিলেন অমিত কুমার দাশ, মিন্টু কুন্ডু, পিন্টু কুন্ডু, অর্পিতা দাস, মলয় কুণ্ডু, শ্যাম হোর, পাপাই মুখোপাধ্যায়।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।