খুব দ্রুত করোনা কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরছে বর্ধমানের মেমারি যুবক। সাথে কোয়ারান্টিনে থাকা তার দিদির রিপোর্ট নেগেটিভ আসায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের রিপোর্ট এখনো এসে পৌঁছায়নি।
গত 8 তারিখ মেমারি সোমেশ্বর তলার এক যুবকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল। তাকে গত 6 মে সেখানে ছুটি পেয়ে বাড়ি চলে আসে । তখনই তারা লালারস সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট 8 তারিখে তার এসে পৌঁছায়। তারপরই তাকে দুর্গাপুরে সনোকা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা হয়। এরপর এরপর আজ তাকে ছেড়ে দেওয়া হল। গোটা এলাকা আজ আবার স্যানিটাইজ করা হয়।