নিচের লিঙ্কে ক্লিক করে দেখুন ভিডিও
হাইলাইটস বেঙ্গল ডেস্ক: পূর্ব বর্ধমানে নতুন করে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত। এবার আক্রান্ত হলেন পূর্ব বর্ধমানের আউসগ্রাম এর গঙ্গারামপুর এর ১৯ বছরের যুবক। তার রিপোর্ট পজিটিভ আসার পরই তাকে পাঠানো হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এবং তার পরিবার সহ এলাকার ৪২ জনকে কোয়ারিন্টিনে পাঠানো হয়েছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। ওই এলাকা কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
বছর তিনেক ধরে অসুস্থ ওই যুবকের ডায়ালিসিস চলতো বোলপুর সিয়ান হাসপাতালে। সেখানেই ১২ তারিখ তার সোয়াব নেওয়া হয় টেস্টের জন্য। ১৫ তারিখ সেখানে আবার সে চিকিৎসার জন্য গিয়েছিল। তবে শনিবার রাতেই তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাঠানো হয় কোলকাতার ডিসান হাসপাতালে।