হাইলাইটস বেঙ্গল ডেস্ক: পূর্ব বর্ধমানের ভাতারে আরো একজন পরিযায়ী শ্রমিকের করোনা রির্পোট পজিটিভ। সকালেই ওই গ্রামের এক পরিযায়ী শ্রমিকের করোনা রির্পোট পজিটিভ আসে। তাকে দুর্গাপুরের সনোকা কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ওই গ্রামেরই আরও একজনের রিপোর্ট পজিটিভ এলো। স্বভাবতই আতঙ্কিত গ্রামের মানুষরা।
জানা গেছে, ভাতারের এই দুই শ্রমিক একই সাথে দিল্লি থেকে ফিরেছিলেন। আজ দুপুরে ভাতারের বড় পশলা গ্রামের দাসপাড়ার এই যুবকের রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই প্রশাসন তৎপরতার সাথে তাকে পাঠায় দুর্গাপুরের সনকা কোভিড হাসপাতালে পাঠায়। তার সংস্পর্শে থাকা কয়েকজনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। আর কারা কারা তার সংস্পর্শে এসেছে সেটাও খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
একই দিনে তিন পরিযায়ী শ্রমিক এই জেলায় করোনা আক্রান্ত হলেন।
আপডেট খবরের জন্য হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।