পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। একদিনে ৬ জনের রিপোর্ট পজেটিভ এলো।
১) ভাতারের বড় পশলা গ্রামের এক পরিযায়ী শ্রমিক। তিনি দিল্লি থেকে বর্ধমানে ফিরেছিলেন।
২) ভাতারেরই বড় পশলা গ্রামের আরো এক পরিযায়ী শ্রমিক। ঐ একই সাথে দিল্লি থেকে বর্ধমান ফেরেন।
৩) মঙ্গলকোটের নতুুুনহাটের এক পরিযায়ী শ্রমিক। তিনি চেন্নাই থেকে ফিরেছিলেন।
৪) মন্তেশ্বরের এক পরিযায়ী শ্রমিক। দিল্লি থেকে ফিরেছিলেন।
৫) মন্তেশ্বরের ঐ পরিযায়ী শ্রমিকের স্ত্রী। তিনিও স্বামীর সাথে দিল্লি থেকে ফিরেছিলেন।
৬) কালনার সিমলা গ্রামের এক ব্যক্তি। তিনি কলকাতা পুলিশে কর্মরত।
আপডেট খবরের জন্য হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।