পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্য পুলিশের কম্যান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায় সহ তিন জন। আজ ভোরে হুগলির দাদপুরে হোদলা এলাকায় দু নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে।
তিনি বেহালার বাসিন্দা। শিলিগড়ির ডাবগ্রামে কর্মরত ছিলেন। এদিন কর্মস্থল থেকে নিজের বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, দাঁড়িয়ে থাকা ১২ চাকার একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি ধাক্কা মারে। এই দুর্ঘটনায় অফিসারের স্করপিও গাড়ি গাড়িটি দুমড়মুচড়ে যায়। টহলরত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ তাদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
সৎ, নির্ভীক এক পুলিশ অফিসারের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুলিশ মহলে।