বেলাগাম করোনা। গোটা রাজ্যের সাথে পাল্লা দিয়ে করোনা সংক্রমণ বাড়ছে পূর্ব বর্ধমানে। জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পূর্ব বর্ধমানে রেকর্ড করোনা আক্রান্ত। জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বর্ধমান শহরে। দেখে নিন এক নজরে আক্রান্তের সংখ্যা:
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিন অনুযায়ী
মোট আক্রান্ত- ২১৫৬৯ জন,চিকিৎসাধীন- ৫৭৫৬ জন
সুস্থ- ১৫৬৯৮ জন ,মৃত- ২০৫ জন।
আজ আক্রান্ত- ৮৯৩ জন
বর্ধমান পৌরসভা- ৩২৮ জন
বর্ধমান১- ৪১ জন
বর্ধমান২- ৩৮ জন
দাঁইহাট পৌরসভা- ১৬ জন
আউসগ্রাম১- ১১ জন
আউসগ্রাম২- ৩৭ জন
ভাতার- ২৮ জন
গুসকরা পৌরসভা- ১২ জন
গলসি১- ৩৩ জন
গলসি২- ১০ জন
জামালপুর- ৬ জন
কালনা পৌরসভা- ১৭ জন
কালনা১- ১৪ জন
কালনা২- ২৩ জন
কাটোয়া পৌরসভা- ২১ জন
কাটোয়া১- ১৬ জন
কাটোয়া২- ২৪ জন
কেতুগ্রাম১- ৮ জন
কেতুগ্রাম২- ৩৭ জন
খন্ডঘোষ- ১৩ জন
মন্তেশ্বর- ১০ জন
মেমারি১- ৩৪ জন
মেমারি২- ১৪ জন
মেমারি পৌরসভা- ৯ জন
মঙ্গলকোট- ৫ জন
পুর্বস্থলী১- ১২ জন
পুর্বস্থলী২- ১৩ জন
রায়না১- ১৫ জন
রায়না২- ১২ জন
অন্যান্য জেলা- ৩৬ জন
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ like করুন।