অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূর্ঘটনার পিছনে অর্ন্তঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর্ঘটনার পরই তিনি বেলভিউ পৌঁছে যান অভিষেককে দেখতে। দূর্ঘটনার কারন খতিয়ে দেখতে তিনি ডিজি কে তদন্তের নির্দেশ দেন। দূর্ঘটনার সময় অভিষেকের গাড়ির চালক ঘুমিয়ে গিয়েছিল বলে তিনি জানান। চালককে কেউ কিছু খাইয়ে দিয়েছিল কিনা তা দেখার নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। কোলকাতা পুলিশ ও সিআইডি-র বিশেষ দল ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে দিয়েছে।
অন্যদিকে অভিষেকের অবস্থা স্থীতিশীল বলে জানিয়েছেন বেলভিউ-র চিকিৎসকরা । তবে বাহাত্তর ঘন্টা বিশেষ অবজারভেশননে রাখার পরামর্শ দেন তারা। তার চিকিৎসার জন্য তৈরী হয়েছে বিশেষ মেডিকেল টিম।