সৌম্য বন্দ্যোপাধ্যায়, বর্ধমান : বর্ধমান শহরের অনুভূতি সাংস্কৃতিক সংস্থা খুব অল্প সময়ের মধ্যেই বর্ধমান শহর তথা রাজ্যের নাট্য মানচিত্রে একটা নিজস্ব স্থান করে নিয়েছে । গত ১৮ থেকে ২০ আগস্ট বর্ধমান টাউনহলে সংস্থার উদ্যোগে আয়োজিত হয় জেলার দলগুলির একাঙ্ক নাট্যোৎসব । প্রথম দিন বর্ধমান শহরের কতিপয় গুণীজনকে সম্বর্ধনা জানানো হয় । এই তালিকায় ছিলেন সঙ্গীতশিল্পী মানব বন্দ্যোপাধ্যায় , বাচিকশিল্পী সুদেষ্ণা আচার্য , নৃত্যশিল্পী উদয়শংকর সেনগুপ্ত , চিত্রশিল্পী কুশল বণিক , পাপেট শিল্পী পার্থপ্রতিম পাল ও মূকাভিনয় শিল্পী আলমগীর মণ্ডল ।
প্রথম দিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন অবলম্বনে পরিবেশিত হয় নাটক ঈশ্বর এক হিরণ্ময় পুরুষ । রচনা শঙ্কর বসুঠাকুর ও নির্দেশনা রামকৃষ্ণ মণ্ডল । প্রযোজনায় ছিল চন্দননগর যুগের যাত্রী । দ্বিতীয় নাটক ছিল অনুভূতি সাংস্কৃতিক সংস্থার খেলাঘর । রচনা রমাপ্রসাদ বণিক। নির্দেশনা পান্নালাল বন্দ্যোপাধ্যায় । মদ্যপ প্রৌঢ়ের চরিত্রে দাপুটে অভিনয় করেন বিভাস আচার্য । কলাবতীর চরিত্রে দিয়া ছিলেন সাবলীল । তমালকান্তি দাস ও সায়ন্তন চট্টোপাধ্যায়ের অভিনয়ও নজর কাড়ে।
দ্বিতীয় সন্ধ্যায় মঞ্চস্থ হয় জলপাইগুড়ি দর্পণ নাট্যগোষ্ঠীর নাটক ঝাঁসি ব্রিগেড । মহিলাদের অভিনীত এই নাটকে ধ্বনিত হল ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ । রচনা শিবশংকর চক্রবর্তী ও নির্দেশনায় ছিলেন তন্দ্রা চক্রবর্তী । দ্বিতীয় নাটক ছিল ঘুম ভাঙার গান । প্রযোজনা হালিশহর ইউনিটি মালঞ্চ । রচনা তীর্থঙ্কর চন্দ ও নির্দেশনা দেবাশিস সরকার । এ নাটকের কেন্দ্রে চারণকবি মুকুন্দ দাস । ইতিহাস যেন উঠে এসেছিল মঞ্চে । শেষ দিন ছিল রবীন্দ্রনাথঠাকুরের জুতা আবিষ্কার অবলম্বনে নাটক প্রথম জুতো পরা । বাঁকুড়ার বড়জোড়ার আগামী প্রগতিশীল নাট্য সংস্থা নিবেদন করেন এ নাটক । নির্দেশনা প্রদীপ পাল । ছোটদের হলেও বড়দের চিন্তাভাবনার খোরাক যোগাবে এ নাটক । উৎসবের শেষ নাটক ছিল ময়না অন্যভাবনার নাটক প্রতিঘাত। রচনা সুব্রত কাঞ্জিলাল । নির্দেশনা স্বরাজ ঘোষ । মানুষের ঐহিক লোভ লালসা যে তার পতনের কারণ হয় সেটা এ নাটকে দেখা গেল।
তিনদিনের নাট্যোৎসবে দর্শকদের হাজিরা ছিল নজরকাড়া । অনুভূতি সাংস্কৃতিক সংস্থার কর্ণধার নাট্যকার ও অভিনেতা বিভাস আচার্য বলেন , জেলার নাটককে আগামী দিনেও এভাবে তুলে আনা হবে । বর্ধমানের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী অনুভূতি সাংস্কৃতিক সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান ।