বর্ধমান: প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল বর্ধমানে। এদিন এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে প্রায় শতাধিক মানুষ রক্ত দান করেন। সরকারি দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়ার, কর্মচারী এবং শুভাকাঙ্খীরা এই রক্তদান শিবিরে অংশ নেন।
অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, কাউন্সিলর শিক্ষা সেনগুপ্ত, এছাড়াও সংগঠনের পক্ষ থেকে রাজ্য সেক্রেটারি জেনারেল সুব্রত ঘোষ, সাধারণ সম্পাদক অনির্বাণ ওঝা, বিপ্লব রায়, পার্থ সেন, চন্দন বিশ্বাস । এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি বিশ্বজিৎ সাঁই ।
জেলা সম্পাদক সঞ্জয় রায় জানিয়েছেন, প্রতি বছরই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হয় এবারে তারই অঙ্গ হিসাবে রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো। রাজ্য সেক্রেটারি জেনারেল সুব্রত ঘোষ জানিয়েছেন, উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। তিনি বলেন, ইঞ্জিনিয়াররা শুধু ব্রিজ, রাস্তা, বিল্ডিং তৈরি করে না। তারা সামাজিক কাজেও এগিয়ে আসে।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন ১১০ বারের রক্তদাতা পারুলিয়ার বাসিন্দা সুবীর সাহা। তাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।