রাজকুমার ঘোষ, কালনাঃ ছিল জন্মদিনের অনুষ্ঠান। সবার অগোচরে অনুষ্ঠান বাড়ির সামনে এলো প্যাকেট ভর্তি বিস্ফোরক। আর সেই বিস্ফোরক নিস্ক্রিয় করতে নিয়ে যাওয়ার সময় ঘটল বিপত্তি। নিস্ক্রিয় করার আগেই ঘটল বিস্ফোরন। কেঁপে উঠলো এলাকা। বর্ধমানের কালনার সাসপুর এলাকার এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যদিও ঘটনায় কেউ হতাহত হয় নি।
শুক্রবার বর্ধমানের পূর্ব সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা সরলা হালদারের ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল। এদিন অজানা একটি নম্বর থেকে সরলা দেবীর স্বামী অনন্ত হালদারের কাছে ফোন আসে। বলা হয়, বাড়ির গেটের কাছে প্যাকেটে মুল্যবান গিফট রাখা আছে। ওই গিফট ঘরে তুলে রাখতে আনুরোধ করা হয়। ওই দিন তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। শনিবার আবার ঐ নম্বর থেকে ফোন আসে। এরপর তারা দেখে বাড়ির গেটের কাছে একটি প্যাকেট রাখা আছে। তাতে জলের জগ জাতিয় কিছু আছে। সঙ্গে একটি পাইপ বের হয়ে রয়েছে। তাদের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। কালনা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় বোম্ব স্কোয়ার্ডকে। সি আই ডি বোম্ব স্কোয়ার্ডের একটি টিম আসে। এরপর লম্বা দড়ি দিয়ে ওই প্যাকেটটি বেঁধে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার সময় বিস্ফোরন হয়। যদিও এই ঘটনায় কেউ জখম হয়নি। কে বা কারা এই বিস্ফোরক রাখল তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
দেখুন বিস্ফোরন মুহূর্তের ভিডিও –
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।