নিজস্ব প্রতিনিধি, পঃ মেদিনীপুরঃ সন্তান কুয়োয় পড়ে গিয়ে কাঁদছে। সহ্য করতে না পেরে মা হাতি সন্তানকে উদ্ধার করতে নিজেই উদ্যোগ নেয়। সন্তানকে কুয়ো তুলতে গিয়ে নিজেই কুয়োয় পড়ে যায়। ঠিক সেই সময় এক কাণ্ড দেখে চোখ কপালে গ্রামবাসীদের। সেই কুয়ো্র কাছে গিয়ে ঘিরে ফেলেছে প্রায় ১০০ হাতির দল। তারাই খবর যায় বনদপ্তরের কাছে।
রবিবার পশ্চিম মেদনীপুরের শালবনীর লালুয়া গ্রামে কোনও একসময় হটাৎই এক হস্তি শাবক কুয়োয় পড়ে যায়। তখন মা হাতি তাকে তুলতে গিয়ে নিজেও পড়ে যায়। ঠিক সেই সময় প্রায় ১০০ টির বেশী হাতির দল সেই কুয়োটিকে ঘিরে ফেলে। তারাই বাচ্চা হাতিটিকে কুয়ো থকে তুলে ফেলে। কিন্তু বড় হাতিটি আটকে থাকে কুয়োয়। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের লোক এলেও তারা ভয়ে কুয়োর কাছাকাছি যেতে পারেনি। অবশেষে পরে জেসিপি দিয়ে কুয়োর পাড় কেটে হাতিটিকে উদ্ধার করা হয়।