অতনু হাজরা, জামালপুর: সংসদে ভাষণ দিতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করেন তা সংবিধানকে ও আম্বেদকর-কে অসম্মান করেছে, দাবি বিরোধীদের। এই দাবি নিয়ে প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সুপ্রিমোর নির্দেশে জেলায় জেলায় চলে প্রতিবাদ মিছিল ও সভা হয়। সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা সমবেত হন। এদিন এই প্রতিবাদ মিছিল হালারা বিপত্তারিনীতলা থেকে শুরু করে জামালপুর বাজার হয়ে জামালপুর ব্রিজের কাছে শেষ হয় এবং সেখানেই একটি পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের এই মিছিলে পা মেলান বর্ধমান পূর্বের সাংসদ ডা শর্মিলা সরকার, জেলা পরিষদের সভাধীপতি শ্যামাপ্রসন্ন লোহার, বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাঁতরা ও শোভা দে সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন, অমিত শাহ শুধুমাত্র বাবা সাহেব আম্বেদকর কেই নয়, সমগ্র দলিত সম্প্রদায়কেই অপমান করেছেন।
সাংসদ শর্মিলা সরকার বলেন, মাত্র কয়েকঘন্টার প্রস্তুতিতে এই জনজোয়ার প্রমাণ করে মানুষ কার সঙ্গে আছে। তিনি আরো বলেন, মোদিজী আর অমিত শাহজি ওনারা ক্ষমা চাইতে জানেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা জানে, ভুল করলে সেটা স্বীকার করে ক্ষমা চাইতে। স্বরাষ্ট্র মন্ত্রীর এই কথার তীব্র বিরোধিতা করেন। ব্লক সভাপতি মেহমুদ খান বলেন, জামালপুর শুধুই মমতাময়। তাদের মহামিছিলে প্রায় ২০ থেকে ২৫ হাজার কর্মী সমর্থক পা মেলান বলে তার দাবি।