প্রার্থী নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ালেন বিজেপি নেতা। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে বিজেপির গোঁজ প্রার্থী।
বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর বিরুদ্ধে ক্ষোভ। তার বিরুদ্ধে নির্দলে মনোনয়নপত্র জমা দিলেন আউসগ্রাম এর বিজেপির নেতা স্মৃতিকান্ত মন্ডল।
সন্দীপ নন্দী বিজেপির বর্ধমান জেলা সভাপতি ছিলেন। 21 জানুয়ারি বিভিন্ন এলাকার দলীয় কর্মীরা তার সাথে দেখা করতে এসে চরম বিশৃঙ্খলা তৈরি হয় বিজেপি জেলা কার্যালয়ে। দলীয় কার্যালয় ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। সেদিনই বিজেপি জেলা সভাপতি সন্দীপ নন্দী বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলীয় কর্মীদের একাংশ। এরপর বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। তাঁদের মধ্যে ছিলেন স্মৃতিকান্ত মন্ডল। দল তাকে এক বছরের জন্য সাসপেন্ড করে। সেই ক্ষোভ থেকেই এবার সন্দীপ নন্দীর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন স্মৃতিকান্ত মন্ডল।
এদিন স্মৃতিকান্ত মন্ডল সন্দীপ নন্দী বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি যে উদ্দেশ্যে প্রার্থী হচ্ছেন তা সফল হবেই।
এ দিকে সন্দীপ নন্দী জানিয়েছেন, প্রার্থী যে কেউ হতেই পারে। তবে তিনিই জিতবেন।