বর্ধমানে জনবহুল এলাকায় বিস্ফোরণ। মৃত এক শিশু, জখম আরও ১ শিশু চিকিৎসাধীন।
বর্ধমানের রশিকপুর এলাকায় একটি ক্লাবের সামনে বেলা ১১ টা নাগাদ হঠাৎই বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু ১ শিশু। নাম শেখ আফরোজ, জখম আরও এক শিশু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।।
এলাকাবাসীরা জানিয়েছেন, পরপর দুটি আওয়াজ হয়। এরপরই সঙ্গে সঙ্গে ছুটে আসে তারা। দেখেন এক শিশু মাটিতে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। কিছুটা দূরে আরও একটি শিশু পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা আফরোজকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে আসে বর্ধমানের বিশাল পুলিশবাহিনী। আসেন পুলিশ সুপার সহ অনান্য আধিকারিকরা। আসে বোম্ব স্কয়ার্ড।
পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।