এক বছর হয়ে গেল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বর্ধমানের প্রবাদ প্রতিম শিক্ষাগুরু আচার্য্য দিলীপ মুখোপাধ্যায়( ১৯৩৯-২০২২)। বিগত প্রায় পাঁচ দশকে তাঁর শিক্ষাদানে আলোকিত হয়েছে অসংখ্য ছাত্র ছাত্রী। শুধু তাই নয় মানবতাবাদী এই ব্যক্তিত্বের সান্নিধ্য ও সহমর্মীতায় নীরবে উপকৃত হয়েছে অগনিত দুর্দশাগ্রস্ত মানুষ। আর দুরন্ত প্রতিভায় ইংরেজি ভাষা ও সাহিত্যকে মফস্বলের শিক্ষার্থীদের কাছে প্রান্জল করে তুলেছেন তিনি।
এই মহান ব্যক্তিত্বের সেই নীরব অক্ষয় কীর্তি স্মরন করার জন্য বর্ধমান উদয় চাঁদ গ্রন্থাগারের সভাগৃহে ( বর্ধমান থানার বিপরীতে) আগামী ২৪ শে জুন শনিবার বিকেল তিনটের সময় আয়োজিত হচ্ছে একটি অনাড়ম্বর স্মরন সভা। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্যারের বহু কৃতী ছাত্র ছাত্রী।