হঠাৎই বিদ্যুতের পোল থেকে আগুন। সেই আগুন ছড়িয়ে পড়ল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের ছাউনিতে।
বৃহস্পতিবার দুপুরে বর্ধমান শহরের ঢলদীঘি এলাকায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। তবে প্রথমে এলাকার ব্যবসায়ীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এই এলাকার একটি পেট্রোল পাম্পের অগ্নি নির্বাপক স্প্রে-র সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যার ফলে বড় সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। ওই এলাকাতে অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ছাড়াও উল্টো দিকেই ছিল একটি পেট্রোল পাম্প। দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আসলে বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল।