একদিকে পেট্রোলের দাম হু হু করে বাড়ছে। অন্যদিকে সরষের তেলের ঝাঁজ সহ্য করা যাচ্ছে না। নাভিশ্বাস উঠছে আমজনতার। এর মধ্যে কেউ যদি বিনামূল্যে পেট্রোল আর সর্ষের তেল দেয়, কেমন হয় বলুন তো।। শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই হচ্ছে। তবে তার জন্য আপনাকে একটি শর্ত পূরণ করতে হবে।
কি সেই শর্ত।।
মাস্ক এবং হেলমেট পড়ে বাইক চালাতে হবে। তাহলেই পেয়ে যাবেন ৫০০মিলি পেট্রোল। একেবারে বিনামূল্যে। আর সাম্প্রতিককালের গাছ লাগানোর ছবি দেখাতে পারলে মিলবে ১ লিটার সর্ষের তেল।
এভাবেই একদিকে ট্রাফিক নিয়ম পালনে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি করা ও করোনার তৃতীয় ঢেউ এর দরজায় দাঁড়িয়ে মাস্ক- স্যানিটাইজার ব্যবহারের গুরুত্ব বোঝাতে বর্তমান সময়ে মূল্যবৃদ্ধির অন্যতম চর্চার বস্তুকেই তাদের হাতে তুলে দেওয়া হলো।
অভিনব এই উদ্যোগ পূর্ব বর্ধমানের মেমারীর ‘পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার।
সংস্থার সদস্যরা জনবহুল রাস্তায় দাঁড়িয়ে পড়ছে পেট্রোলের বোতল ও দামি ব্রান্ডের সরষের তেলের ১ লিটারের প্যাকেট নিয়ে। ট্রাফিক পুলিশের সহযোগিতায় পথচলতি গাড়ি চালকদের হেলমেট এবং মাস্ক থাকলেই দেওয়া হল বিনা পয়সায় ৫০০ মিলি পেট্রোল। আর নিজের হাতে গাছ বসানোর সাম্প্রতিক ছবি দেখাতে পারলে দেওয়া হল ১ লিটার করে সরষের তেল।
পল্লী মঙ্গল সমিতির এই উদ্যোগে রীতিমত আলোড়ন শহর জুড়ে।