দেখুন ভিডিও
নবান্নের প্রসাদ খেয়ে অসুস্থ অসংখ্য গ্রামবাসী। পূর্ব বর্ধমানের ( Purba Bardhaman ) দেওয়ানদিঘি থানার পিলখুরি গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বৃহস্পতিবার নবান্ন উৎসব উপলক্ষে গ্রামের মনসা মন্দিরে পুজো হয়। পুজোর পর অনেকেই এই প্রসাদ খেয়েছিলেন। এরপরই একে একে গ্রামবাসীদের অসুস্থতার ( Illness ) খবর আসে। প্রায় শতাধিক গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের মধ্যে ১৭ জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ( Burdwan Medical College ) । এই ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গ্রামে মেডিকেল টিম পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে ব্লক উন্নয়ন আধিকারিক গ্রামে গিয়ে গোটা বিষয়টা দেখেন ও গ্রামবাসীদের সাথে কথা বলেন।
পূর্ববর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম বলেন , ” অসুস্থতার খবর আসতেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয় । গ্রামে মেডিকেল টিম পাঠানো হয় ।
প্রশাসন সূত্রে জানা গেছে গ্রামে কোন ক্যাম্প না হলেও প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের নজরদারি রয়েছে গ্রামে। পাশাপাশি বেশকিছু সমাজ সেবক এই অবস্থায় গ্রামবাসীদের পাশে রয়েছে।