মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আহত এক।
বর্ধমানের তেলিপুকুর মোড়ে দু নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভারের উপরে এই ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা আলু বোঝাই একটি ট্রাক্টরের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইক আরোহী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন এক মহিলা। তিনি ওই বাইকেই ছিলেন। তাকে ভর্তি করা হয়েছে অনাময় হাসপাতালে।
ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
আটক ট্রাক্টরের চালক ও খালাসী।