অপূর্ব কুমার পাল, কলকাতা: দীর্ঘ আট বছর ধরে নিয়োগে বঞ্চনার প্রতিবাদে আজ বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালেন ডি.এল.এড প্রশিক্ষিত প্রার্থীরা।
এদিনের মূল দাবী ছিল– পূর্ণ প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও প্রাথমিক শিক্ষক নিয়োগে তাদের বাদ দেওয়া হয়েছে… বিভিন্ন ডেপুটেশন, কর্মসূচি নিলেও কোনো সদুত্তর মেলেনি পর্ষদের তরফ থেকে… আদালতে চলেছে মামলা… তবুও নিয়োগের দাবিতে অনড় টেট প্রশিক্ষিত এই প্রার্থীরা।
এদিন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করা হয়। টেট প্রশিক্ষিত ডি.এল.এড প্রার্থীরা ক্ষোভ উগরে দেন। আন্দোলনকারীদের অভিযোগ, প্রাথমিক শিক্ষাপর্ষদ ইচ্ছে করেই তাঁদের এই নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে।
ঘন্টা দেড়েক আন্দোলন চলার পর বিধাননগর থানার পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।