নিউজ ডেস্ক: সারা বছরই বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ে তোলেন, পঁচিশে ডিসেম্বর বড়দিনেও তার ব্যতিক্রম হলো না।
পূর্ব বর্ধমানের জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। বড়দিনে চার্চে গিয়ে ধর্মীয় উপাসনায় অংশ নিলেন। সঙ্গে ছিলেন জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপাসিন্ধু ঘোষ। এদিন মেহেমুদ খান পৌঁছে যান জামালপুরের দক্ষিণ শুঁড়ায় চার্চে যান। সেখানে তখন ধর্মীয় উপাসনা চলছিল। ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান ফাদারদের। উপস্থিত ছিলেন ওই চার্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেপালবাবু। সেখানে গিয়ে তাঁরা উপস্থিত মানুষদের বড় দিনের শুভেচ্ছা জানান। চার্চের পক্ষ থেকে তাঁদের হাত দিয়ে উপস্থিত ভক্তদের শীতের চাদর বিতরণ বিতরণ করা হয়।
মেহেমুদ খান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই আজকের এই দিনে আমন্ত্রণে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তিনি ভগবান যীশুর কাছে সকলের মঙ্গল কামনা করেন।
এমনিতেই সারা বছর ধরে সমস্ত ধর্মীয় উৎসবে অংশ নেন মেহেমুদ খান। দুর্গা পুজো উপলক্ষে কয়েক হাজার মানুষকে বস্ত্র দান করেন। এছাড়াও পুরোহিত ও হিন্দু পন্ডিতদের নিয়ে বিশেষ ধরনের কর্মসূচি পালন করেন তিনি। অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানেও তিনি সেই সম্প্রদায় মানুষদের জন্য বিশেষ বিশেষ কর্মসূচি নেন এলাকায়।
ধর্মের আবরণের ঊর্ধ্বে উঠে এভাবেই মানুষের পাশে থাকেন তিনি। সকল সম্প্রদায়ের মানুষের পাশে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করে চলেছেন মেহেমুদ খান।