নিউজ ডেস্কঃ যখন একদিকে বেলভিউ নার্সিংহোম এ অভিষেকের অস্ত্রোপচার চলছে। তখন তার সুস্থ কামনায় হোম- যজ্ঞ করছেন তারই অনুগামীরা। সকলেই চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুক তৃনমূল যুবরাজ। এদিন বাঁকুড়াতে অভিষেকের সুস্থতা কামনায় ভগবানের কাছে প্রার্থনা করলেন তারা । বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তী কালি মন্দিরে হোম যজ্ঞের আয়োজন করেন। প্রার্থনা কামনায় উপস্থিত ছিলেন অসংখ্য তৃনমূল কর্মী সর্মথক। শুধু বাঁকুড়া নয়, দূর্ঘটনার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় হোম যজ্ঞ পুজার্চনা চলছে রাজ্য জুড়ে। অনেকেই শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
দেখুন সেই ভিডিও-