নিউজ ডেস্কঃ মঙ্গলবার সিঙ্গুরে গাড়ি দূর্ঘটনায় গুরুতর জখম হন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার চিকিৎসা চলছে বেলভিউতে। চিকিৎসকরা ৭২ ঘন্টা পর্যবেক্ষনে রাখার সিদ্বান্ত নেন। তবে এই মূহুর্তে তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা জানিয়েছেন রাতে ভালো ঘুমিয়েছেন। সকালে ব্লাক টি আর জুস খেয়েছেন। আত্মীয়দের সাথে কথাও বলেছেন। ১৪ জনের মেডিকেল টিম তৈরী করা হয়েছে। গতকালই সিটি স্ক্যান ও এক্স-রে করা হয়েছিল। সেখানে বিশেষ কিছু পাওয়া যায়নি। আজ এম আর আই সহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তার চোখে ও মুখে ও ঘাড়ে চোট রয়েছে। কোন রকম অস্ত্রোপচার না করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সাথে বৈঠক করেছেন।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।