ভোট দিতে গেলে হাতের আঙুলে কালি তো দিতেই হয়। কিন্তু এবার টাকা পাল্টাতে গেলে হাতের আঙুলে কালি দিতে হবে। এমনই সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। একিই ব্যাক্তি ব্যাঙ্কে গিয়ে বার বার ৫০০, ১০০০ টাকার বদলাচ্ছেন । যার জন্য এমন সিদ্ধান্ত বলে জানালেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস। ইতিমধ্যে তা চালু করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে। অফিসের কর্মীরাই এই কালি দিয়ে দেবেন। এই কালি সহজে আঙুল থেকে উঠবে না। যার জন্য কেউ একবারের বেশি টাকা পাল্টাতে গেলে সহজেই তাকে চেনা যাবে। এই সিদ্ধান্তের ফলে সবাই টাকা বদলানোর সুযোগ পাবে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।