নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতিতে গরীব দুস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছে অনেক সংস্থাই। এরকমই বর্ধমানের প্রেরণা নামে একটি সংস্থা এগিয়ে এলো গরীর পরিবারের পাশে দাঁড়ালো। প্রায় ৯০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল তারা। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে চাল, ডাল আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তারা গরীব পরিবারের কাছে পৌঁছে দেয়। সারা বছরই নানা সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই সংস্থা। এবারও তার ব্যাতিক্রম হলো না। সংস্থার সম্পাদক দেবাঙ্কন সরকার জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা ৯০ টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিয়েই কাজ শুরু করলো। ভবিষ্যতে আরো পরিবারের কাছে এই সামান্য খাদ্যসামগ্রী তারা পৌঁছে দেবে। আগামী দিনেও এই কাজ করে যাবে।