বর্ধমান রাজ কলেজ NSS -এর উদ্যোগে এবং NYK এর সহযোগিতায়, FIT INDIA উপলক্ষে সাইকেল র্যালি করা হয়, এই র্যালিতে অংশ গ্রহন করে কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মন্ডল , এন.এস.এস প্রোগ্রাম অফিসার ওম শংকর দুবে, সহ অধ্যাপক ও অধ্যাপিকারা। এছাড়াও Nyk কডিনেটর উত্তরা বিশ্বাস এবং সুজন ঠাকুর ছিলেন। প্রায় 100 জন ভলেন্টিয়ার এই র্যালিতে যোগদান করে এবং এই র্যালিটি বর্ধমান রাজ কলেজ থেকে শুরু হয় ১০৮ মন্দির গিয়ে শেষ হয়।