নিজস্ব প্রতিনিধিঃ ওরা কেউ অন্যের বাড়িতে কাজ করে , কেউ ভিক্ষা করে কেউ আবার দীন মজুর। ওরা কোন ক্রমে সংসার চালান। এমনই আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলা, পুরুষ ও শিশুদের হাতে ন্তুন বস্ত্র তুলে দিলো বর্ধমান প্রেস ক্লাব। পুজো শুরুর আগেই বর্ধমানের এই সমস্ত মানুষদের বস্ত্র দিয়ে পুজোর আনন্দ তাদের সাথে ভাগ করে নিলেন সংগঠনের সদস্যরা। এর আগেও একাধিক সামাজিক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত রাখে বর্ধমান প্রেস ক্লাব। বর্ধমানের কার্জন গেট চত্বরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, বাংলা সিরিয়ালের অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য, পৌরসভার কাউন্সিলর খোকন দাস সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। আগামী দিনেও মানুষের পাশে থাকবে বলে জানিয়েছে ক্লাবের সকল সদস্য।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮