নূর আহমেদ: মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল মেমারি মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ। মেমারির শ্রীদুর্গা পল্লীর এই সংস্থা মেমারি ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি তারকনাথ খাড়া এবং সংস্থার সম্পাদক মনোরঞ্জন মেবু। এছাড়াও সংস্থার সদস্যরা এদিন উপস্থিত ছিলেন।
আপডেট খবরের জন্য হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।