করোনা মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য সরকারের রয়েছে রিলিফ ফান্ড। সেই ফান্ডে অনেক ব্যাক্তি ও সংস্থা তাদের সাধ্যমত সাহায্য করছেন। সেই তালিকায় পূর্ব বর্ধমানের দুই স্কুল পড়ুয়া ভাই বোন তৈরি করল নজির। টিফিনের খরচ বাঁচিয়ে জমানো সেই টাকা দান করল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।
পূর্ব বর্ধমানের ভাতার থানার সাহেবগঞ্জ গ্রামের দশম শ্রেণীর ছাত্র কমল কুন্ডু এবং তার তৃতীয় শ্রেণীর বোন বৃষ্টি। মধ্যবিত্ত পরিবার। তাদের টিফিনের খরচ বাঁচিয়ে জমিয়ে রাখতে একটি ভাঁড়ে। আর সেই টাকা পুজোর সময় তারা খরচ করত। জমানো সেই টাকার পরিমাণ তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করবে বলে ঠিক করে ফেলে। তারা দেখে একটু একটু করে তাদের সেই জমানো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২২০০ টাকা। সেই টাকা তারা মুখ্যমন্ত্রীর স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে দান করলো। ক্ষুদে পড়ুয়াদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়েছে সকলেই।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ লাইক করুন।।
বিজ্ঞাপন ও খবরের জন্য ফোন করুন 7908002248