লকডাউনে বাড়িতে বসেই চিকিৎসকের পরামর্শ পাওয়ার ব্যবস্থা করলো বর্ধমান পৌরসভা। ইতিমধ্যেই তারা একটি তালিকা প্রকাশ করেছেন চিকিৎসকদের। তাতে নির্দিষ্ট কিছু চিকিৎসকের নাম, ফোন নাম্বার এবং সময় দেওয়া রয়েছে। সেই নির্দিষ্ট সময়ে ফোন করে পরামর্শ নেওয়া যাবে বিনামূল্যে। বর্ধমান পৌরসভার বিনামূল্যে অনলাইনে চিকিৎসা পরিষেবা চালু করার পাশাপাশি ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, বর্ধমান শাখার পক্ষ থেকে লকডাউন চলাকালীন বিনামূল্যে দন্ত চিকিৎসকদের পরামর্শ দেওয়ার পরিষেবা চালু করেছে। তারাও একটি তালিকা প্রকাশ করেছেন চিকিৎসকদের। সেখানেও ডাক্তারদের ফোন নাম্বার এবং সময় দেওয়া রয়েছে। কেউ সমস্যায় পড়লে দন্ত সংক্রান্ত বিষয়ে সেই চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে একেবারে বিনামূল্যে। বর্ধমান পৌরসভা এবং ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন, বর্ধমান শাখার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছে।
আপডেট খবর জানতে হাইলাইটস বেঙ্গল ফেসবুক পেজ like করুন।
খবর এবং বিজ্ঞাপনের জন্য ফোন করুন
79080 02248