রাধিকা মেনন। তিনিই প্রথম ভারতীয় নারী, যিনি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেন এর দায়িত্বে আছেন। না, এটা তার পরিচয়ের সঠিক মাপকাঠি নয়। যে কাজের জন্য তাকে স্যালুট করতে হবে তা হল তার আসীম সাহসিকতা। যে সাহসিকতায় নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন সাত জন জেলের প্রান।
রাধিকা মেনন ছিলেন তেলবাহী জাহাজের ক্যাপ্টেন। গতবছর জুন মাস নাগাদ ইঞ্জিন বিকল হয়ে একটি মাছ ধরার নৌকা অন্ধ্র উপকুলে ডুবে যায়। নৌকাটির মধ্যে থাকা সাত জন ব্যাক্তি প্রায় এক সপ্তাহ ধরে জলে ভাসছিলেন। সেই সময় রাধিকা মেনন নিজের জীবন ঝুঁকি নিয়ে তেলবাহী জাহাজে ওই ব্যাক্তিদের উদ্ধার করে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তেলবাহী জাহাজে থাকা ছোট নৌকা নামিয়ে বেশ কয়েকবারের চেষ্টায় তিনি ওই ব্যাক্তিদের জল থেকে উদ্ধার করেন। তার এই অসীম সাহসিকতার জন্য লন্ডনে তাকে সর্বোচ্চ সম্মানে ভুষিত করেছে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থা।
**প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।