নয়না রায়: জামালপুরে পোস্ট অফিসের টাকা গায়েবের ঘটনায় তদন্তে এলো সিআইডির দল।
কালকাতা হাইকোর্টের নির্দেশে তারই তদন্তে বুধবার পূর্ব বর্ধমানের জামালপুরের উপ ডাকঘরেএল সিআইডি’র চার সদস্যের তদন্তকারী দল। অভিযোগকারীর বাড়িতেও যান তদন্তকারীর দল। পাশাপাশি ডাকঘরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
জামালপুর হাটতলার বাসিন্দা রণজিত পাল পেশায় কুমোর। স্ত্রী রাধারাণী পাল রোগে আক্রান্ত। তার চিকিৎসার ব্যায়ভার বহন করতে পারছেন না। রণজিত পালের দুই ছেলে ও এক মেয়ে। রঞ্জিতবাবুর ছেলে সুরজিৎ পালের অভিযোগ, জামালপুর সাব পোস্ট অফিসে কয়েক দফায় এফডি একাউন্টে টাকা সঞ্চয় করেছিলেন। শুধু তাই নয়, বাবা, মা, দিদি ও জামাইবাবু জামালপুর পোস্ট অফিসে আলাদা আলাদা অ্যাকাউন্টে এফ ডি করেছিলেন। যার সব মিলিয়ে পরিমাণ ১২ লক্ষ ২০ হাজার টাকা। পোস্ট অফিস থেকে পোস্টমাস্টার শীল স্ট্যাম্প দিয়ে পাসবই ইস্যু করেছিলেন। কিন্তু চিকিৎসার জন্য সেই টাকা তুলতে গিয়ে তারা জানতে পারেন তাদের নামে কোন এফ ডি নেই। এরপরই টাকা ফেরতের দাবি নিয়ে আইনের দ্বারস্থ হন তারা। সেই ঘটনার তদন্তে এদিন এলো সিআইডির দল।
তারা চাইছেন তাদের কষ্টার্জিত অর্থ অবিলম্বে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক ভারত সরকারের ডাকঘর বিভাগ।