চটের বস্তা দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগালেন পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা এবং রামচন্দ্রপুর এনবি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস। এই বিদ্যালয়েই পূজিত হবেন এই দেবী।
বরাবরই অভিনব শিল্প ভাবনা নিয়ে কাজ করেন তপনবাবু। এর আগে কলাপাতার সরস্বতী প্রতিমা বানিয়ে অবাক করেছিলেন সকলকে।। আর এবার প্রায় ৬ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করলেন চটের বস্তা দিয়ে। ৪০ দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে এই দেবী প্রতিমা ফুটিয়ে তুলেছেন।। নিখুঁত শিল্প-ভাবনা।
তপন বাবু জানিয়েছেন, কাগজ কেটে ভারতবর্ষের বিখ্যাত সৌধ তৈরি দিয়ে তার শিল্পকর্ম শুরু করেছিলেন। সেই কাজ সকলের নজর কেড়েছিল। এরপরই বিভিন্ন রকম প্রতিমা তৈরীর কাজের শুরু করেন ফেলে দেওয়া জিনিস এবং পরিবেশবান্ধব জিনিস দিয়ে। । স্কুলে ছাত্ররাই তাকে অভিনব কোন শিল্প ভাবনা দিয়ে সরস্বতী প্রতিমা তৈরীর আবদার করেছিল বলে তিনি জানিয়েছেন।। তারপরই পরিবেশবান্ধব চটের বস্তা ব্যবহার করে এই প্রতিভা তৈরি করে ফেলেছেন।
অভিনব এই বাগদেবীর প্রতিমা দেখতে বিভিন্ন জায়গা থেকে পড়ুয়া সহ মানুষজন ভিড় করছেন স্কুলে। নতুনত্বের ছোঁয়া প্রতিমা জুড়ে।
তিনি বলেন, এখন প্লাস্টিক, থার্মোকলের ব্যবহার বেড়েছে। তাতে দূষিত হচ্ছে পরিবেশ। সেই জায়গা থেকেই পরিবেশবান্ধব জিনিস দিয়েই তিনি প্রতিমা তৈরি করে দূষণ মুক্ত সমাজ গড়ার বার্তা দিতে চেয়েছেন।।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন ধরনের শিল্পকর্মের নেশা থেকেই তিনি এই ধরনের কাজ করেন।। তিনি জানিয়েছেন এই শিল্পকর্ম কোথাও তিনি শেখেন নি, নিজের মন থেকেই তৈরি করেন। সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন তিনি।