নরেন্দ্র মোদী যে তার জীবন এভাবে বদলে দেবে স্বপ্নেও ভাবেনি অখ্যাত গ্রামের গরিব পরিবারের এই যুবক। চাষি পরিবারের এই যুবক রাতারাতি বিখ্যাত। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর গলা নকল করে চলে এলো খবরের শিরোনামে। নিচের ভিডিও শুনলে নিজের কানকেই বিশ্বাস করতে পারবেন না।
রাজস্থানের মোখমওয়ালা গ্রামের ২২ বছরের শ্যাম সুন্দর। ছোট থেকেই বিভিন্ন শিল্পীর গলা নকল করতে ভালোবাসতো। স্বপ্ন ছিল বড় কমেডিয়ান হওয়ার। কিন্তু কেউ সুযোগ দেয়নি। নিজেই আয়নার সামনে মিমিক্রি করতো। পাড়ার বন্ধুদের মিমিক্রি করে শোনাত। লোকসভার নির্বাচনের আগে মোদিজীর ভাষণ তাকে আকৃষ্ট করে। এবং তা বেশ রপ্তও করে ফেলে। একসময় তার এক বন্ধুর ফোনে নরেন্দ্র মোদীর গলা নকল করে ভিডিও রেকর্ড করে। আর তারপর কিছু দিনের মধ্যেই বিভিন্ন নম্বর থেকে একের পর এক ফোন আসে তার কাছে। প্রথমে ঘাবড়ে গেলেও পরে বুঝতে পারে বন্ধুর ফোনের সেই রেকর্ড বন্ধুর সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এরপর সবটাই স্বপ্ন। স্বপ্ন বললে ভুল হবে। স্বপ্ন পূরণের গল্প। একের পর এক অনুষ্ঠান থেকে ডাক আসে মিমিক্রি করার জন্য। সবার মন জয় করে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ইতিমধ্যেই সে জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাম ছেড়ে চলে এসেছে মুম্বাইয়ে। এখনো এগিয়ে যেতে চায় সে। লক্ষ্য আরও বড় কমেডিয়ান শিল্পী হওয়া।
**প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
শ্যামের এই ভিডিও ক্লিক করে দেখুন একদম মোদিজীর গলা