সৌমিক ভট্টাচার্য্য: বর্ধমান শহর থেকে কয়েক কিমি দূরেই তালিত গ্রাম। তালিত গ্রামের দুর্গাপুজো বলতে ভট্টাচার্য্য পরিবারের দালানমায়ের পুজো। কয়েকশো বছরের প্রাচীন ঐতিহ্যবাহী পুজো। বহু দুরদুরান্ত থেকে মানুষজন আসে এই পুজো দেখার জন্য।শোনা যায়, বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির মায়ের পুজোর সহিত তালিতের দালানমায়ের পুজোর মিল পাওয়া যায়। রয়েছে বলিদান প্রথা। ঢাকে কাঠির আওয়াজে আজও গমগম করে ওঠে গোটা তালিত গ্রাম। এখনকার ফাইবারের ঢাক নয় সেই পুরোনো আমলের চামড়ার ঢাকের আওয়াজে সেই শ্রুতিমধুর ডাকই শোনা যায় তালিতের ভট্টাচার্য্য বাড়ির দুর্গাপুজোই। দালানমায়ের পুজোর সম্পর্কে বিস্তারিত জানান ভট্টাচার্য্য পরিবারের এক সেবায়েত শিশির ভট্টাচার্য্য। তিনি বলেন, সপ্তমীর দিন কলাবউ কে সঙ্গে নিয়ে আনা হয় দালানমায়ের ঘট। ঘট এনে শুরু হয় পুজো। পুজোর কটা দিন ভিড় উপচে পরে মন্দির প্রাঙ্গনে। আতস বাজির রোশনাই ঝলমলিয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গন। দশমীর দিন পরিবারের সদস্যরাই আয়োজন করেন ছোট নাটক,যাত্রা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। হয় প্রতিযোগিতা। স্থানাধিকারীদের জন্য থাকে পুরস্কারেরও আয়োজন থাকে। পুজোর কটা দিন থাকে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮, ৯৯৩৩১০৬৯০৪
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। বিজ্ঞাপনের জন্য ফোন করুন– ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮