সৌম্য বসু, কালনাঃ ডিমের খোলা দিয়ে বানিয়ে ফেলেছেন চার চাকা গাড়ি, মোটর বাইক। এই গাড়ি বা বাইকে চাপা যাবে না গেলেও ঘরে সাজিয়ে রেখে সৌন্দর্য বৃদ্ধি করতেই পারেন।ডিমের খোলা দিয়ে যে এমন অদ্ভুত শিল্প হতে পারে তা দেখিয়ে দিয়েছেন পূর্ব বর্ধমানের কালনার প্রসেনজিত দাস।
ছোট বয়স থেকেই শিল্প সৃষ্টির নেশা। তাই দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থার কর্মরত থাকলেও শিল্পের নেশা ছাড়তে পারেননি প্রসেনজিৎ বাবু। হাতের কাছে যেটা পেতেন সেটার উপরেই শিল্প ফুটিয়ে তুলতেন। তবে ২০০৬ সাল নাগাদ নতুন ভাবনা মাথায় আসে। শিল্পের উপকরণ হিসাবে ডিমের খোলাকে বেঁছে নেন। এরপর তিনি ডিমের খোলার মধ্যে ফুটিয়ে তুলতে থাকেন অপূর্ব শিল্পকর্ম।আকারে বড় হওয়ায় হাসের ডিমের উপরই কাজ করেন। মনীষীদের মূর্তি থেকে তাজমহল, আইফেল টাওয়ার। কখন আবার মহিলাদের অলঙ্কার,দেবদেবীর মূর্তি, চার চাকা গাড়ি, মোটর বাইক- যখন যা মনে আসে তাই ফুটে উঠেছে প্রসেনজিৎ বাবুর হাতের ছোঁয়ায়।তার এই শিল্পের জন্য পেয়েছেন বহু পুরস্কার। ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডে স্থান পেয়েছেন তিনি।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোনে করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮