মনোতোষ পোদ্দার,গলসীঃ কলেজের নিরাপত্তারক্ষী। কিন্তু শিক্ষার জন্য তার ব্যতিক্রমী লড়াই নজির সৃষ্টি করেছে। পূর্ব বর্ধমানের গলসী কলেজের নিরাপত্তারক্ষী অঞ্জন সাম। কলেজে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ চালু করার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকে ট্যুইট করেছিলেন। এবার অঞ্জনবাবুর এই আন্দোলনে পাশে দাড়ালো কলেজের ছাত্রছাত্রীরা। এদিন পোস্টার হাতে কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে একই দাবী জানালেন।
অঞ্জনবাবু জানিয়েছেন, ২০০৭ সালে গলসী কলেজ প্রতিষ্ঠা হয়। কিন্তু এখনও কলা বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগ সেখানে চালু হয়নি। প্রায় ৩০০-রও বেশি গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার করে গলসী কলেজ। অঞ্জনবাবু জানিয়েছেন, গার্ডের কাজ করতে গিয়ে তার মনে হয়েছে এখানে বাণিজ্য ও বিজ্ঞান বিভাগ চালু করা দরকার। অনেকেরই খুব ভাল মার্কস রয়েছে। কিন্তু দূরত্ব এবং আর্থিক কারণে তাঁরা তাঁদের পছন্দমত বিভাগে পড়াশোনা করতে পারছে না। অঞ্জনবাবু জানিয়েছেন, শিক্ষার অধিকার আইন অনুসারেও এই কলেজে ছাত্রছাত্রীদের অভিমত নিয়েই চালু করা হোক অন্যান্য বিভাগ। তা নাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রায় ২০ কিমি দূরে গিয়ে পড়াশোনা করতে হবে। আর তাই গত ২ বছর ধরে গার্ডের কাজ করতে গিয়ে বারবার ছেলেমেয়েদের কাছে এই আক্ষেপ শুনে তাঁর খারাপ লেগেছে। ইতিমধ্যে তিনি মুখ্যমন্ত্রীকে এ ব্যপারে চিঠি লিখেছেন। এছাড়াও অভিষেক বন্দোপাধ্যায় এবং উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও তিনি আবেদন পাঠিয়েছেন। কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীকে তিনি ট্যুইটও করেছেন এই দাবী নিয়ে। অঞ্জনবাবু চাইছেন, সরকার এগিয়ে আসলেই শিক্ষার এক ন্তুন দিশা দেখতে পাবে এই অঞ্চলের ছাত্র ছাত্রীরা।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com