ক্লিক করে দেখুন ভিডিও
নিজস্ব প্রতিনিধিঃ আবারও চমক বর্ধমানে। এবার আপনারা পৌঁছে যাবেন কল্পনার দেশে। এমনই এক চমকপ্রদ থিম নিয়ে হাজির বর্ধমানের ইছলাবাদ ইয়ুথ ক্লাব। তাদের এবার লক্ষ্য সমস্তটাই কুটিরশিল্প। লাইলনের দড়ি, সুতো এসব দিয়েই সাজানো হবে মন্ডপ। প্রতি বছরই চমক থাকে। এবারেও তার খামতি থাকবে না। আজ খুঁটি পুজোর মাধ্যমে সুচনা হল। ক্লাবের সদস্যরা জানাচ্ছেন, প্রতি বছরই প্রচুর মানুষের সমাগম হয়। এবারে আরও বেশী মানুষের সমাগম হবে বলে আশা।
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
বনেদি বাড়ি কিংবা থিমের পুজো। পুজোর খবরের জন্য যোগাযোগ করুন। ফোন করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোনে করুন- ৯৯৩৩১০৬৯০৪, ৭৯০৮০০২২৪৮