পূর্ব বর্ধমানের জামালপুরে শুরু হল কৃষি মেলা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয় জামালপুরের নেতাজী সংঘের মাঠে । মেলায় রয়েছে বিভিন্ন বিষয়ের স্টল।কৃষিজ ফসল, সার, কৃষি যন্ত্রাংশ ও বিভিন্ন হস্তশিল্পের স্টল করা হয়েছে। মূলত কৃষকদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা কৃষকদের কাছে তুলে ধরা হবে এই মেলায়। পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে কৃষকরা কিভাবে লাভবান হবেন সেই বার্তা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, সাংসদ সুনীল মন্ডল, মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, মেমারি বিধানসভার বিধায়িকা নার্গিস বেগম , জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আপডেট খবর জানতে এই পেজ Like করুন।