নিজস্ব সংবাদদাতাঃ খোদ চেয়ারম্যানের চেয়ার চুরি। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের দাঁইহাটে। জানা গেছে, দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডলের বাড়ি থেকে অভিনব কায়দায় চারটি চেয়ার চুরি করে পালায় চোর। পুরপ্রধানের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে চোর এসে বলে, পাড়ায় এক কর্মীর বাড়িতে দলের মিটিংয় আছে। চারটে চেয়ার দিতে। পরিবার সরল বিশ্বাসে চেয়ারগুলি দিয়ে দেয়। পরে জানা যায় সবটাই চোরের সাজানো। শুধু তাই নয়, রেলস্টেশন পাড়ার বাসিন্দাদের কাছে বিক্রিও করে পগারপাড় চোর বাবাজী । পুরপ্রধান থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এই চেয়ার চোর ১২ নং ওয়ার্ডের রেলস্টেশন পাড়ার বাসিন্দাদের কাছে বিক্রি করে। উদ্ধার হয় চুরি যাওয়া চেয়ার। কিন্তু চোরের খোঁজ নেই। তবে এলাকাবাসীরা অধির আগ্রহে আছে এই চোরকে একবার চোখে দেখার জন্য। যেকিনা চেয়ারম্যানের চেয়ার চুরির সাহস দেখায়।
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন- www.highlightsbengal.com
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল’’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা’ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই-মেলে- highlightsbengal.news@gmail.com
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল’। বিজ্ঞাপনের জন্য ফোন করুন- ৭৯০৮০০২২৪৮