লোকাল বা এক্সপ্রেস ট্রেন, বুলেট ট্রেন, ট্রয় ট্রেন, চক্ররেল, মেট্রো রেল, মোনো রেলে তো চেপেছেন। এবার বাঁশের ট্রেনে চাপবেন নাকি? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে কাছেপিঠে নয়, বাঁশের এই ট্রেনে চাপতে আপনাকে যেতে হবে কম্বোডিয়া। এখানকার ব্যাটমব্যাং ও পইপেট এ চলে এই ট্রেন। শুধু ট্রেনই নয়, এখানকার স্টেশনটিও বাঁশের। রয়েছে রেললাইন। কিন্তু ট্রেনের কামড়া বলতে একটিই। চাকার ওপর বাঁশের তৈরি পাটাতন। তাতে রয়েছে ছোট্ট চালানোর ইঞ্জিন। একজন চালক থাকে। তবে ট্রেনের সংখ্যা প্রচুর। চারদিক খোলা। আচ্ছাদনও নেই। তার উপড়ই বসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে ভ্রমণ করুন। এই বাঁশের ট্রেন পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয় তেমনই স্থানীয় বাসিন্দারা প্রয়োজনে এই ট্রেনেই যাতায়াত করেন। অনেক পর্যটক শুধু এই ট্রেনে চাপার জন্যই ছুটে আসেন। যদি আপনারও প্লানিং থাকে তাহলে দেরি না করে চলে যান কম্বোডিয়া। চেপে আসুন এই বাঁশের ট্রেনে।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে।
দেখুন ট্রেনের বিভিন্ন ছবি-