পথিকৃৎ দাস বৈরাগ্য,পূর্ব বর্ধমানঃ জীবন্ত সাপকে দেবতা রূপে পূজা করা হয় পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মশারু,পলসোনা,ছোট পোষলা ও বড় পোষলা গ্রামে। কয়েকশো বছরের রীতি মেনে মা ঝংকেশ্বরী পূজা অনুষ্ঠিত হয় এখানে। মঙ্গলকোটের এই চারটি গ্রামে সাপের আতঙ্ক নেই। কথিত রয়েছে লখিন্দরকে যে সাপে কামড়িয়েছে সেই সাপ নাকি এই গ্রামে মা ঝাঙ্গলাই নামে রয়েছেন। এই সাপ সচারাচর মানুষকে কামড়ায় না কামড়ালো কোন মানুষ এখনো পর্যন্ত মারা যায়নি বলে জানিয়েছেন এলাকাবাসীরা । কোন মানুষকেই সাপ কামড়ালে সেই কামড়ানোর জায়গাটা প্রচন্ড জ্বালা করে তারপরে ঘা হয় । এই গ্রামের যে কোন জায়গার মাটি ঐখানে লাগিয়ে দিলে ভাল হয়ে যায় এটাই জানাচ্ছেন তারা।
সাপের সঙ্গে অনায়াসে দিন যাপন করে গ্রামবাসীরা। গুরুপুর্নিমার পরের দিন এই দেবীর পুজো হয়।
এই গ্রামগুলির সর্বত্র কেউটে জাতীয় কালো বিষধর সাপ দেখা যায়। সাপের ফনার পিছনের চক্র থাকে এটাই এই সাপের বিশেষত্ব। যা সাধারনতঃ দেখা যায়না। পুজোর সময় গ্রামের রাস্তায় ঘুরে বেড়ানো সাপকে দেবী মূর্তির সামনে ধরে এনে পুজো করা হয়। এই দৃশ্য দেখার জন্য দূর দূরান্তের প্রচুর মানুষজন এসে ভিড় করেন গ্রামে।
ক্লিক করে দেখুন সেই ভিডিও-
বনেদি বাড়ি অথবা থিমের পুজো, আপনার পাড়ার পুজো। পুজোর খবরের জন্য ফোন করুন ৭৯০৮০০২২৪৮
*** ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আরও খবর দেখতে google গিয়ে ক্লিক করুন– www.highlightsbengal.com