হাইলাইটস বেঙ্গল নিউজ ডেস্কঃ দু হাতে হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে বদলে দিয়েছেন বেঁচে থাকার সংজ্ঞাটা। আশি শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আজও লড়াই চালিয়ে যাচ্ছেন বর্ধমানের নতুনপল্লীর স্বরূপা দাস। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। কিন্তু তাতে পিছু না হটে শুধুই লড়াই। প্রানশক্তি আর জেদকে হাতিয়ার করে জীবন সংগ্রামে জয়ী এই স্কুল শিক্ষিকা ।
১০ মাস বয়সে তার স্পাইনাল কর্ড এ একটা টিউমার ধরা পড়ে। সেটি অপারেশন করা হয়। কিন্তু তার পরই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। অপারেশন এর পরে তার কোমর থেকে নিম্নাঙ্গ পারালিসিস হয়ে যায়। সেই ছোট্ট বয়েস থেকেই শুরু হয় লড়াই । ইউরিন,স্টুল সব কৃত্রিম উপায়ে হয়। ক্যাথাডর লাগানো থাকে। প্রতিমাসেই সেই ক্যাথাডর পাল্টাতে হয়। শুধু তাই নয়।তার সমস্ত নার্ভগুলো নষ্ট হয়ে যাওয়ায় মল ত্যাগ করতেও পারে না। প্রতি তিন চার মাস অন্তর ডূস দিয়ে মল ত্যাগ করানো হয়।হুইল চেয়ারেই সারা দিন কেটে যায়। পিঠের শিরদাঁড়া বেঁকে গেছে । তবুও হাল ছাড়েনি স্বরূপা। প্রতি মুহূর্তে নিজেকে প্রমাণ করেছেন এই লড়াকু মেয়েটি।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বর্ধমান জেলায় ছাত্রীদের মধ্যে প্রথম হয়। বর্ধমান ইউনিভার্সিটি থেকে ভাল নম্বর নিয়ে বাংলা অনার্স সহ এম এ পাশ করে। এরপর স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিয়ে স্বরূপা বর্ধমানের রেলওয়ে বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা পদে নিযুক্ত হয়। এখন হুইল চেয়ারে বসেই শিক্ষকতা করেন। ইতিমধ্যেই শিক্ষা জগতে বেশকিছু পুরস্কারও পেয়েছেন। তার এই লড়াই এর জন্য প্রচুর রিয়ালিটি শো তে ডাক পেয়েছেন। অবসর সময়ে লেখেন কবিতা,ছোট গল্প, উপন্যাস। মনের দর্পণ নামে তার লেখা একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। সুযোগ পেলেই জনসেবা মূলক কাজে ঝাঁপিয়ে পড়েন। প্রতিবন্ধী ছেলে মেয়েদের তার মতোই লড়াই করে এগিয়ে যেতে শেখাচ্ছেন। “ইয়ুথ বেঙ্গল ডিসেবল্ড ওয়েল ফেয়ার অর্গানাইজেশন” নামক একটি সংস্থার মাধ্যমে তিনি প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কাজ করছেন।
থেমে যেতে শেখেনি স্বরূপা । আরও আরও এগিয়ে চলাই তার একমাত্র লক্ষ্য।জীবন সংগ্রামে হেরে যাওয়া মানুষগুলোর কাছে অনুপ্রেরণা স্বরূপা। কঠিন শারীরিক প্রতিবন্ধকতাকে হাসি মুখে জয় করেছেন।
প্রতি মুহূর্তে ‘হাইলাইস বেঙ্গল’ এর নিউজ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ Like করুন।
আপনি কি কবিতা বা গল্প লেখেন? পাঠান আমাদের। ‘হাইলাইস বেঙ্গল‘’ এর বিশেষ বিভাগ ‘আপনার লেখা‘ তে প্রকাশিত হবে। আপনার লেখা পৌঁছে যাবে বিশ্বের দরবারে। লেখা পাঠান এই ই–মেলে– highlightsbengal.news@gmail.com অথবা পাঠাতে পারেন হোয়াটস অ্যাপে-৯৯৩৩১০৬৯০৪
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের সেরা মাধ্যম ‘হাইলাইস বেঙ্গল‘। ফোনে করুন– ৭৯০৮০০২২৪৮,৯৯৩৩১০৬৯০৪
স্বরুপার বিভিন্ন সময়ের ছবি-